Monday 11 November 2013

Anand Rao Patnaik, Rayagada: Anand Rao Patnaik, Rayagada: bhogela.spotblog.in

Anand Rao Patnaik, Rayagada: Anand Rao Patnaik, Rayagada: bhogela.spotblog.in: Anand Rao Patnaik, Rayagada: bhogela.spotblog.in : Gangadhar is a good guide for me in learninng system.He is coperative,docile n intelligen...

Dear Nana,

The following is the bengali translation of your original story "The Ivory Comb"

                                        সেই হাতির দাঁতের চিরুনীটা 
     বিস্তৃত হাইওয়ে দূর থেকে একটি সাদা গাড়িকে এগিয়ে আসতে দেখা যায় এই A.C. গাড়িতে বসে Lofez  মিউজিক  শুনতে শুনতেও Randy Ankalam ভীষণ বিরক্তRandy Ankalam নামটি  শুনে  মনে হতে পারে যে মানুষটি বিদেশী, কিন্তু না তিনি জন্মসূত্রে  ভারতীয়তার আসল নাম Rama Krishna বহুদিন যাবত America-এ বসবাস কালীন তিনি যে engineering firm-এ কর্মরত ছিলেন সেখানকার ঊর্ধ্বতন সাদাচামড়ার কর্তৃপক্ষ জিভের আড়ষ্টতার দরুন তার নামের এই অপভ্রংশ ঘটিয়েছেনতবে শুধু নামেই নয় বিদেশে বসবাস করার ফলে তার মানসিকতার ও যথেষ্ট পরিবর্তন ঘটেছে 
       সেই বৈদেশিক পরি-পাট্য  মোড়া rama krishna ভারতের রাস্তাঘাট,পরিবেশ,জল,খাবার সব কিছু নিয়ে ভীষণ বিরক্ত ছিলএত দামী গাড়ীতে বসেও খানা খন্দে ভরা রাস্তার জন্য ক্লান্তিতে তার শরীর অসাড় হয়ে আসেএ যদি America হত সেখানকার four-lane বা six-lane এ ঘণ্টার পর ঘণ্টা সে তার লাল sports car টা নিয়ে যখন ঘুরতো তখন ক্লান্তি তার ধারেকাছে ঘেঁসতে পারতোনাঅথচ আজ সে নিরুপায় নিজের প্রতিশ্রুতির কাছেএই মাঘা পূর্ণিমার মত শুভ দিনে এই শুভ কাজটা সম্পূর্ণ করতেই তাকে ভারতে আসতে হলকিন্তু Sreekakulam যাওয়ার রাস্তাটা যে এত খারাপ হবে সে কল্পনাও করেনিএসব ভারতেই সম্ভব 
       অবশেষে সে  Sreekakulam জেলায় পৌছয়এত কষ্টকর যাত্রা,ক্লান্তিতে তার গলা শুকিয়ে আসেDriver-কে বলাতে সে রাস্তার ধারের একটা দোকানের সামনে গাড়ীটা দাঁড় করায়গাড়ী থেকে নেমে  Rama Krishna  দোকানে ঢোকে, কিন্তু দুর্ভাগ্য শুধুমাত্র বিরক্তি নিয়েই সে বেরিয়ে আসেদোকানে জল আছে কিন্তু এলাকায় load-shedding থাকার দরুন তা ঠাণ্ডা নয়আজ যাত্রা শুরু করার পর থেকে কম করে দশ বার সে এইরকম বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হল কিন্তু !! নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া এখন Rama Krishna-এর কিছুই করার নেই
        শেষমেশ দুপুর একটা নাগাদ তার গাড়ী Omarville গ্রামে পৌঁছলগাড়ী গ্রামের রাস্তা ধরে যখন এগিয়ে যেতে থাকে Rama Krishna সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়তার মনে হয় গ্রামটা যেন সবুজ রঙের শাড়ী পরা একজন সুন্দরী মহিলা সেজে উঠেছেসে কোকিলের ডাক শুনতে পায়কিন্তু সে অনেক চেষ্টা করেও সে কাক ছাড়া আর কিছুই দেখতে পেল নাএর পর গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে তার চোখ পড়ে একটা ছোট্ট আম গাছের ওপরআমগাছ ভর্তি মুকুল ফলে আছেএই সুন্দর মুকুলগুলো দেখে Rama Krishna-র ছোটবেলায় দেখা গ্রামের এক প্রবীণ Somuluর কথা মনে পড়ে যায় Rama Krishna-র স্কুলে সে পিওন ছিলতার কাজ ছিল স্কুলের ঘণ্টা বাজানোতিনি একবার Rama Krishna কে বলেছিলেন 'কাউকে যদি সাপে কামড়ায় তখন এই মুকুল দু হাতের তালুতে ঘষে সেই ক্ষতের ওপর লাগিয়ে দিলে খুব ভাল ফল পাওয়া যায়এই কথা মনে পড়তেই Rama Krishna-র ভীষণ ইচ্ছা করল ছোটবেলার মত হাতের তালুতে মুকুল ঘসারকিন্তু এখন সে আর ছোট নেই, আমেরিকার একজন সম্ভ্রান্ত ব্যক্তিতাই তাকে এসব মানায় না 
        এই Omarville গ্রামটা তার মায়ের জন্মভূমিতাছাড়া ছোটবেলার অনেকটা সময় সে এখানে কাটিয়েছেমা কে শ্রদ্ধা জানাতেই এই গ্রামটি আজ সে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেসেই কারনেই তার এই গ্রামে আসাআর তার আসার জন্যই গ্রামবাসীরা এখানে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছে   
         প্যান্ডেলের সামনে পৌঁছে Rama Krishna বেশ আশ্চর্যই হল সে ভাবতেও পারেনি তাকে দেখতে আজ এত মানুষ ভীড় জমাবে এ  ভীড়ের মধ্যে থেকে কিছু মহিলা কর্পূরের প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করে, কপালে লাল সিঁদুরের টীকা পরিয়ে দেয়এই টীকা পরিয়ে তারা যে কি বিপত্তি করল ! কপাল থেকে সিঁদুরের গুঁড়ো পড়ল Rama Krishna-র  গায়েতার এত দামী suit-এর ওপর সিঁদুরের দাগ যেন পরিষ্কার আকাশে কালো মেঘের মত লাগছেদাঁতে দাঁত চিপে তার বিরক্তি দমিয়ে রাখেএই সময় দুটো skirt পরা বাচ্চা মেয়ে ফুলের bouquet  হাতে তাকে সংবর্ধনা জানায়Rama Krishna-র তাদেরকে কোলে নিয়ে ছবি তোলার কথা মনে হয়বেশ কিছুদিন আগে একটি খবরের কাগজে সে দেখেছিল Bill Clinton যখন Hyderabad -এর সফরে এসেছিলেন তখন যে দুটি মেয়ে তাকে ফুলের bouquet দিয়ে সংবর্ধনা জানিয়েছিল তাদেরকে তিনি কোলে তুলে নিয়ে চুমু খেয়েছিলেনএসব ভাবতে ভাবতেই তার নজর পড়ে মেয়ে দুটির জামার দিকে,পরমুহূর্তেই তার মন থেকে একটাই শব্দ বেরিয়ে এলোইসস !!! তবে কোলে না তুলে সে এক অর্থে ভালই করেছে কারণ mediaকে তো বিশ্বাস নেইতারা হয়তো এই কোলে তোলার বিষয়টি নিয়েই gossip করবেলিখবে "Randy Bill Clinton  কে নকল করেছে ।" এখানকার খবরের কাগজগুলোর কাজই হল সস্তার খবর ছাপাতাকে নিয়ে এইরকম সস্তার খবর বানানো হবে সেটা Randy মেনে নিতে পারবে নাতার চেয়ে একা ছবি তোলা ঢের ভালোশুধু নোংরা পোশাকই নয় এখানকার মেয়েদের হাতে ছাপ করা মেহেন্দি দেখেও তার ভীষণ বিরক্ত লাগছিল
      সংবর্ধনার পর এলো ফিতে কাটার পালাএইসময় বেশ কিছু reporter-রা  এগিয়ে এলো তার ছবি তুলতেসে নানান ভাবে pose দিয়ে ছবি তুলল ছবি তোলা শেষ হতেই সে reporter দের সাথে অল্প কথায় জেনে নিল কোন কোন খবরের কাগজ থেকে তারা এসেছেকারণ ভালো ভালো ছবিগুলো তাকে তো collect করতে হবেহাজার হোক এত বড় একটা কাজ করছে সে
     এরপর তার স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার আর রোগীদের ফল,মিষ্টি বিতরণ করার পালাতার গাড়ি থেকে ফল,মিষ্টি বার করে যখন রোগীদের দেওয়া হচ্ছে তখন তাদের চোখের দিকে তাকালে বোঝাই যাচ্ছে এই ফল,মিষ্টি তাদের বহুকাল জোটেনিকেউ কেউ আবার ফল,মিষ্টি পাওয়ার পরও হাতটা এমন ভাবে বাড়ালো যে বোঝাই গেলো তারা ডলার চাইছেRandy এ সব দেখেও না দেখার ভান করে থাকে
         এরপর কাজ সেরে Randy আবার  প্যান্ডেলে ফিরে আসেএইসময় সে গ্রামবাসীদের উদ্দেশ্যে জানালো আজ থেকে এই গ্রামটি সে অধিগ্রহণ করলএটা মায়ের প্রতি তার স্রদ্ধাঞ্জলিএই কথা শুনে গ্রামবাসীরা এতটাই উচ্ছ্বাসিত যে Randy মনে মনে হাসলো গ্রামবাসীদের মুর্খামি দেখেতারা ভাবছে  Randy এই গ্রামটাকে আমেরিকার New York আর Los Angeles এর মতো সাজিয়ে তুলবে
          এখানকার কাজ মিটিয়ে  Rama Krishna গাড়িতে ওঠেএখনও তার আরও একটা বড় কাজ বাকি আছেকিন্তু তাকে গাড়িতে উঠতে দেখে গ্রামবাসীরা এগিয়ে আসে আর কিছু খেয়ে যেতে অনুরোধ করেএখানে খাওয়ার কথা শুনেই সে আৎকে ওঠেএই ভেজাল খাবার খেলে তাকে আর বেঁচে ফিরতে হবেনাতাই খুব নম্রভাবে সবাইকে সে এরিয়ে যায়কিন্তু সরল গ্রামবাসীরা ভাবে Rama Krishna উপোষ করে আছে, Arasavilli সূর্য মন্দিরে দর্শন সেরেই সে খাবার খাবেভাগ্যিস ওরা আসল কারণটা জানতে পারছেনাঅথচ গ্রামবাসীরা যখন তাকে ডাবের জল খেতে দিল,সে আর আপত্তি করলনাদ্বিতীয়বার বলার আগেই সে ডাবটা হাতে নিল আর নিমেষের মধ্যে জল টা শেষ করলোউফ...এতক্ষণে প্রাণটা জুড়ল সেই গাড়িতে তেষ্টা পেয়েছিলতাছাড়া ডাবের জলে তো দূষণ এর ভয় নেইকিন্তু একটা ডাব খাওয়ার পরও যখন তেষ্টা মিটলোনা সে ভাবলো আর একটা চাইবে,তারপর ভাবল থাকএবার রওনা দিল।  
       যাওয়ার পথে Randy রাস্তার পাশের দোকানে গ্রীনগ্রাম কেক ভাজার গন্ধ পায়ছোটবেলায় সে মামার কাছে এই কেক খাওয়ার কতই না বায়না করেছেআর মামা খুশি খুশি তাকে কোলে নিয়ে এই সব দোকানে এসে তাকে পেট ভরে গ্রীনগ্রাম কেক খাইয়েছেআবার কেক খেতে খেতে Rama র ভীষম লাগলে মামা তাকে নিকেলের গ্লাসে জলও খাইয়ে দিয়েছেতারপর মামা তাকে কোলে নিয়ে চুমু খেতে খেতে বাড়ী নিয়ে নিয়ে গেছে
        পুরনো কথা ভাবতে ভাবতে হঠাRandy র ঘড়ির দিকে নজর পড়েইস বেশ দেরী হয়ে গেছেসে Driver কে সময়ের ব্যাপারটা জানাতেই সে ও গাড়ির speed বাড়িয়ে  দিলগাড়ির জোরে চলতে দেখে তার মনে হয় যেন পাহাড়ি রাস্তা ধরে একটা  সাপ ছুটে চলেছেতবে গাড়ি জোরে ছুটিয়ে সে হয়তো সময় মত ব্যাঙ্কে পৌঁছে যাবে কিন্তু সেখানে পৌঁছে সে শুধু হতাশই হবেএকজন সাধারণ স্কুল শিক্ষকের পক্ষে ব্যাঙ্কের লকারে কিই বা রাখা সম্ভবথাকলে হয়তো থাকবে তার ঠাকুরমার পায়ের রুপোর মল নয়তো ঠাকুরদার নস্যির কৌটো এছাড়া কোন হিরের গয়না তো আর থাকবেনা
           শেষপর্যন্ত Driver এর দৌলতে Randy সময়মত ব্যাঙ্কে পৌঁছলোএকসময় এই ব্যাঙ্কে বাবার আর তার account ছিলকিন্তু আজ সে ওই account থেকে টাকা তুলতে নয়,বাবার লকারটা খুলতে এসেছেশেষবার Randy র  শ্বশুর বাড়ির লোকজন  যখন তাদের সাথে দেখা করতে আমেরিকায় যায় তখন বাবা তাদের হাতে একটা প্যাকেট Randy র কাছে পাঠায়,তাতেই এই লকারের চাবি ছিললকারটা খুলে Randy শুধু হতাশই নয় বিরক্ত ও হললকারে ছিল বাড়ির দলিল,একটা ডাইরী,রুমালে বাঁধা কিছু ডলার আর সবচেয়ে হাস্যকর একটা হাতির দাঁতের চিরুনীসে বুঝতে পারলো না বাবা এটা কেন লকারে রেখেছে,এটা কি লকারে রাখার মত জিনিস ? এর মধ্যে দরকারি জিনিস মাত্র দুটো এক দলিল আর রুমালে বাঁধা ডলারগুলোএই ডলার গুলো সে বাবাকে রুমালে বেঁধে পাঠিয়েছিল খরচ করার জন্যকিন্তু বাবা সেই টাকাগুলো খরচ করেনি কেন? ডলারগুলোতে আমেরিকার তখনকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ছবি ছাপা আছে 
          তার বাবা  Ankalam Appa Rao ছিলেন এই গ্রামের একজন আদর্শবান শিক্ষকতার সমস্ত প্রাক্তন ছাত্ররা আজ সবাই সমাজে সুপ্রতিষ্ঠিততাই ছেলে Rama Krishna ও যে উন্নতি করবে তা তো নিশ্চিতই ছিলমেধাবী ছাত্র Rama ইঞ্জিনিয়ারিং পাশ করেই একটি বেসরকারি ফার্মে চাকরীও পেয়ে যায়চাকরী পাওয়া মাত্রই বাড়ির সামনে আইবুড়ো মেয়ের বাবা মায়েদের লাইন পড়ে যায়কিন্তু এক্ষেত্রে একজনেরই ভাগ্যই শেষ হাসি হাসেআর সেই হাসি হাসলো পুলিশ কমিশনার Kanaka Raoতিনি বাকি সবাইকে পেছনে ফেলে Rama Krishnaকে তার জামাই হিসাবে পেলেনবেসরকারি ফার্মে চাকরী,পুলিশ কমিশনার শ্বশুর,সুন্দরী বউ,শ্বশুরমশাই এর দেওয়া দোতলা বাড়ী এত কিছু পেয়েও Rama Krishna সন্তুষ্ট হতে পারলোনাসে চাইতো যে কোন উপায় সাফল্যের চূড়ায় পৌছতেআর সেই তাগিদ তাকে সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়াতোসাফল্যের চূড়ায় পৌছতে গেলে তাকে যদি কোন আপনজনের দেহের ওপর দিয়েও যেতে হয় তাতেও তার কোন আপত্তি নেইছোটবেলা থেকেই Rama Krishna র বাবা তার খাওয়া পরা,পড়াশোনা আর সমস্ত খরচ বহন করে গেছেনতাই তিনি নিজের সব সাচ্ছ্যন্দ বর্জন করেনRama চাইতো তার বাবা হিন্দি সিনেমার হিরোদের মত – Pyjama আর Lalchi  পরুককিন্তু Appa Rao সারাজীবন Dhoti আর torn Banian  পরেই কাটিয়ে দিলেনছেলের সব চাহিদা পূরণ করা সত্বেও Rama তাকে একটা বাজে শবদাহের গাড়ি ছাড়া কিছুই ভাবতে পারতোনা 
       হঠাৎ ব্যাঙ্ক ম্যানেজারের ডাকে চমকায় Rama ম্যানেজার জানান তাদের strong room বন্ধ করার সময় হয়ে গেছেসম্বিৎ ফিরতেই Randy ব্যাঙ্ক থেকে বেরিয়ে যেতে গেলে ম্যানেজার আবার তাকে জানান ব্যাঙ্কের অন্য dipertment গুলো খোলা আছেRandy বোঝে  ম্যানেজার চাইছে সে যেন এই ব্যাঙ্কে  একটা fixed diposit করেকিন্তু সে কোন উত্তর না দিয়েই ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসে 
        গাড়িতে বসেই লকারের জিনিস গুলো Rama Krishna তার  briefcase এ রাখেগাড়ি চলতে শুরু করেকিছুক্ষণ পর Rama পকেট থেকে সেই চিরুনীটা বের করে আর তার মনে এই একটা সাধারণ চিরুনীও বাবা কেন লকারে তুলে রেখেছিলকি এমন আছে এই  চিরুনীটায়চিরুনীটা হাতে নিয়ে দেখতে দেখতে তার বহুদিন আগের একটা ঘটনার কথা মনে পড়ে যায় 
         ওই দিন সকালে থানা থেকে একটা ফোন পেয়েই Rama Krishna আঁতকে ওঠেসে জানতে পারে তার বাবাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়ছে খবরটা শুনেই Rama থানায় ছোটেরোজ সকালে  Appa Rao এর হাঁটতে যাওয়ার অভ্যাস ছিলআজও গেছিলেনকিন্তু রাস্তায় কি এমন ঘটলো যে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছেথানায় পৌঁছে হতবাক Rama Appa Rao সকালে একটা রাস্তার ধারের একটা ড্রেনের ভেতর হাত ঢুকিয়ে কিছু টানাটানি করছিলেনতখন থানার অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন উত্তর দেননাতাই তাকে থানায় ধরে নিয়ে আসা হয়বাবার এই ধরনের আচরণে বিরক্ত হয় Rama যেহেতু প্রয়োজন ছাড়া সে বাবার সাথে একটাও কথা বলতোনা, তাই কোন জবাবদিহি ছাড়াই সে বাবাকে বাড়ী নিয়ে আসলোবাড়ী ফিরে মাকে সে সব জানালো এবং বাবার আচরণের জন্য বিরক্ত প্রকাশ করলে মা উলটে বাবারই পক্ষ অবলম্বন করলো 
          কিছুটা সময় কাটার পর Rama Krishnaর একটা ব্যাপার মনে পড়ে গেলঅনেকদিন আগের ঘটনাআমেরিকায় চাকরীর বাজার ভালো থাকায় এদেশের অনেক ডাক্তার,ইঞ্জিনিয়ার সে দেশে পারি দেয়Rama Krishnaর দুজন বন্ধুও  California চাকরীরত ছিলতারা যখনই এই দেশে ছুটি কাটাতে আসতো,Rama তাদেরকে নিজের বাড়িতে থাকাতে বলতোএমনি এক সময় ওই দুই বন্ধু ছুটি কাটাতে এসে Rama ও তার পরিবারকে ফাইভ স্টার হোটেলে ‘treat’দেয়সেইদিন  lunch সেরে হোটেল থেকে বেড়তেই Appa Rao পকেট থেকে সেই হাতির দাঁতের তৈরি চিরুনীটা বার করে Ramaকে চুলটা আঁচড়ে নিতে বলেকিন্তু বিরক্ত Rama বাঁ হাত দিয়ে এমন ঝাপটা মারে যে চিরুনীটি Appa Rao এর হাত থেকে ড্রেনে পড়ে যায় 
         ছোট থেকেই Rama দেখেছে বাবার এই চিরুনী দিয়েই চুল আঁচড়াতেনআর তার ধারণা ছিল এই চিরুনী দিয়ে চুল আঁচড়ালে তা ঘন আর কালো হয়সেক্ষেত্রে তার প্রমাণ তিনি নিজেইএত বয়সেও তার চুল একই রকম ঘন আর কালো ছিলঅথচ Rama Krishnaর চুল ছিল খুব পাতলাতাই Appa Rao স্ত্রীকে ঠাট্টা করে বলতেনRama আমার ছেলে হলেও,তার চুলটা মামার বাড়ির মতো হয়ছেকিন্তু  মা এই কথা শুনে খুব রেগে যেতেনতবে Rama Krishna   বুঝতে পারেনা ,কি মাহাত্য আছে এই চিরুনীর যে  Appa Rao কে পাগলামোর করার জন্য  থানায় যেতে হলোএই চিরুনী তো Odishaর  Parlakhemidi তে তৈরি হয়অথচ চিরুনীটা হাতে ধরে থাকতে থাকতে  তার মনে হল সে যেন তার বাবার হাতটা ধরে আছেহঠাৎ সে অনুভব করলো তার ঔদ্ধত্য যেন অনেকটাই প্রশমিত হয়ছে 
           আজ সে বোঝে বাবা কত কষ্ট করে তাকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেনএকজন সাধারণ শিক্ষকের পক্ষে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানো সত্যিই অসাধ্য সাধনRama Krishnaর মনে পড়ে যায় student থাকাকালীন তাকে একবার কেরালায় study tourএ যেতে হয়েছিলtour থেকে ফিরে সে দেখে মায়ের গলায় মঙ্গলসূত্রটা নেইএইদিনটার কথা মনে পড়তেই Rama Krishna কেঁপে উঠলোভীষণ কষ্টে তার চোখ ফেটে জল বেরিয়ে এলোডান হাতের দুটো আঙুল দিয়ে সে চোখ মুছলোকি আশ্চর্য...তার মত কসাইয়ের চোখে জলনিজেকে সামলে নেয় Rama  
          এই বাবা মাকে ছেড়ে একদিন সে আমেরিকায় পারি দিয়েছিল আরও টাকা আরও সাফল্য পেতেসেখানে সে, Rama Krishna থেকে Randy  হয়ে যায়তাতে কি? প্রচুর টাকা,একটা বড় বাংলোর মালিক হয়েছে সে এই সময় তার জীবনে আরও একটা শুভদিন আসেসে বাবা হয়সেই নবজাতককে দেখতে Rama র শ্বশুর,শ্বাশুড়ি ৬ মাসের জন্য আমেরিকায় যায়কিন্তু তার বাবা মা আসেনাসে বাবা মাকে আমেরিকায় নিয়ে যেতে চাইলে মা রাজী হলেও বাবা যেতে চায়না ছেলের বাড়িতে বাবা মা আসেনা,অথচ শ্বশুর,শ্বাশুড়ি আসেএসব লক্ষ্য করে আমেরিকায় Randy  র প্রতিবেশীরা প্রশ্ন করলে নিরুপায় Randyর তাদের মিথ্যে বলা ছাড়া উপায় থাকেনা 
           মায়ের মৃত্যুর পর সবাই ভেবেছিল এবার হয়তো Rama Krishna ভারতে থেকে যাবে,কিন্তু মায়ের শ্রাদ্ধ্যানুষ্ঠানের  কাজ মিটিয়ে সে যখন বাবাকে নিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার পরিকল্পনা করলো তখনও বাবা যেতে রাজী হলনাবাবার এই আচরণে বিরক্ত Rama Krishna আর কোনদিন বাবার খোঁজ নিলনাঅথচ আমেরিকায় বসবাসকারী তেলেগু সম্প্রদায়ের লোকজনেরা যখন ওদেশে নিজেদের নববর্ষ পালন করতো তখন প্রত্যেকের আত্মীয়স্বজন সবাই আমেরিকায় আসতোসেইসময়  RamaKrishnaও মন বাবা মাকে দেখার জন্য ছটফট করতোওখানে যখন সব লোকেরা খাদির ধুতি,লালচি আর মহিলারা শিল্কের শাড়ি পরতো তখন Ramaর একাকী খুব কষ্ট পেতএত টাকার মালিক হয়েও আজ সে ভীষণ একাতার বউ সারাদিন নিজের জগৎ নিয়ে ব্যস্তRama Krishna বুঝতে পারতো তার স্বজাতির লোকজনেরা আড়ালে তাকে নিয়ে হাসাহাসি করছেবাবা মার কাছে থাকলে আজ তার এই অবস্থা হতোনাসে ভাবে যে ভাবেই হোক বাবা মায়ের ঋণ শোধ করতে হবে 
            পুরনো কথা ভাবতে ভাবতে সে এতই মগ্ন হয়ে যায় কখন তার গাড়ি হোটেলের সামনে পৌঁছেছে সে বুঝতেও পারেনাড্রাইভারের ডাকে তার সম্বিৎ ফেরেসে ভাবতেই পারেনা এত তাড়াতাড়ি ভাইজ্যাক পৌঁছে যাবেবঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই হোটেলটা যেন তার অভ্যর্থনার জন্যই দাঁড়িয়ে আছে 
            সূর্য ডুবে গেছেআকাশে তারা ঝলমল করছেকিন্তু চাঁদ ফিকে হয়ে আছেপূর্ণিমা বা অমাবস্যার রাতে জোয়ার আসলে সমুদ্র যেমন উত্তাল হয়ে ওঠে,আজ তেমন নয় সমুদ্র একেবারে শান্তপারের কাছে নোঙর করা জাহাজগুলো অল্প দুলছেহোটেলের Air condition ঘরে বসে Rama Krishna একটা whiskyর বোতল খোলেএটাও সে আমেরিকা থেকে এনেছেবলা তো যায়না এখানকার অন্যান্য খাওয়ার জিনিসের মত মদেতেও ভেজাল থাকতে পারেএকটা চুমুক দিয়ে সে লকার থেকে আনা ডাইরীটা খোলেবাবার হাতের লেখা খুব সুন্দর আর ঝকঝকে ছিলতবে বাবা সবার মত কখনও প্রাত্যহিক ঘটনা  ডাইরীতে লিখতেন নাতিনি জীবনের বিশেষ মুহূর্তগুলো লিখে রাখতেন 
             ডাইরী পড়া শেষমদের বোতলও প্রায় খালিকিন্তু আজ এই এক বোতল মদও তাকে মাতাল করতে পারলোনাআজ  ডাইরীর পাতা থেকে Rama যে কাহিনী জানতে পারলো,তাতে তার সমস্ত নেশাটাই কাটিয়ে দিল 
              পরদিন Andhra-Odisha র বর্ডারRama রাস্তার ধারের একটা দোকান থেকে কেক কিনে খেলোআজ এদেশের ভেজাল যুক্ত জল,খাবার তাকে আর বিব্রত করছেনাএকটা রাতের মধ্যে তার এই পরিবর্তন ড্রাইভারেরও নজর এড়ালোনা 
             শেষপর্যন্ত তারা এসে পৌঁছল Parlakhmundi.র একটা জীর্ণ টালির বাড়ির সামনেবাবার ডাইরী থেকে সে যতটুকু জেনেছে তাতে এই গ্রামের Palace street এর Ranjit Maharanaর প্রতিবেশী হয়েই Appa Raoএর থাকার কথাRamaর মনে পড়ে যায় Parlakhmundi র এই বাড়ির বারান্দায় একসময় ষাঁড়ের সিং দিয়ে তৈরি সারস,বাঁদর,মাছ,হাতি,মাথায় কলসি নিয়ে মহিলাদের পুতুল বিক্রি হতোএখন সেইরকম অনেক পুতুল কাঁচের আলমারিতে তুলে রাখা আছেএখন এই বাড়িতে শুধু Ranjit Maharana ই থাকেনতার বাকি ভাই বোনেরা সব বাড়ী ছেড়ে চলে গেছেRama Krishna কে দেখে একজন লোক এগিয়ে আসেসে হয়তো ভাবছে Rama এখানে পুতুল কিনতে এসেছেRamaও ওইলোক তাকে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো "এটা কি Ranjit Maharanaর বাড়ী ।" তার কথা শুনে লোকটি নিজের উত্তেজনা চাপতে পারেনাহতবাকও হয় এই ভেবে যে পুতুল তৈরি করে সে এতটাই বিখ্যাত হয়ে গেছে  আজ এত বড় গাড়ি করে একজন ভদ্রলোক এসেছেন তার পুতুল কিনতেতিনি আনন্দ মিশ্রিত সম্মতিক্রমে জানালেন "হ্যাঁ হ্যাঁ এটিই সেই বাড়ী।" Rama Krishna জানতে চায় " তার বাবা কি এখানে থাকেন?" Ranjit Maharana বলেন "হ্যাঁ তিনি এখানেই আছেন।" Rama এই কথা শোনার পর নিজের উত্তেজনা চাপতে পারেনা দরজার সামনেই জোরে "বাবা বাবা" বলে চেঁচিয়ে ওঠে 
            এতক্ষণে Ranjit Maharana র কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেলোসে বুঝতে পারে এই ভদ্রলোক আসলে কে?তার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যবন্ধু কুচেলার সাথে দেখা করতে এসেছেRama আর সময় নষ্ট করতে চায়নাদৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যায় কিন্তু ছাদটা নীচু থাকায় তার মাথা খুব জোরে ঠুকে যায়Rama র মনে পড়ে যায় ছোটবেলায় সে যখন মাথা উঁচু করে হাটতো  বড়রা তাকে বলতো "মাথা নীচু করে চলো না হলে ঠুকে যাবে।" Rama Krishnaর কথাটা মনে পড়তেই সে মাথা নীচু করে ঘরের ভিতর ঢোকেসে দেখে বাবা একটা খাটিয়ার ওপর শুয়ে আছেসে 'বাবা' বলে ডাকতেই Appa Rao উঠে বসে হাত দিয়ে চোখ ঢেকে Rama কে দেখলেনআবেগে Appa Rao এর চোখ ঝাপসা হয়ে এলোRama Krishna বলে "বাবা আমি চলে এসেছিআর কোনদিন তোমায় ছেড়ে যাবোনা।" এই সব দেখে Maharanaর ছেলেরা একেবারে হতবাকএই লোকটাও এখন থেকে এখানেই থাকবেতাদের কৌতুহলী নজর খালি জানতে চায় 'এই লোকটি কে? একেবারে হুবহু বাবার মতো দেখতে' বাবাকেও এইরকম suite boot পরিয়ে দিলে দুজনের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে 
           বহুদিন আগের ক্থাসেবছর গরমকালে Appa Rao মাষ্টার স্ত্রীকে নিয়ে তার বাল্যবন্ধু Chinna Maharana র সাথে দেখা করতে আসেএকদিকে অনেক সন্তান নিয়ে  Chinnaর বড় পরিবারউলটো দিকে Appa Rao নিঃসন্তানChinnaর স্ত্রী সেইসময় আবার এক নবজাতকের জন্ম দেয়কিন্তু জন্ম দেওয়ার পর Chinnaর স্ত্রী বাচ্চাটিকে সামলে উঠতে পারেনাঅথচ সেইসময় বাচ্চাটির বিশেষ দেখাশোনার প্রয়োজন হয়ে পড়েতখন Appa Rao এর স্ত্রী বাচ্চাটিকে কোলে তুলে নেয়নিঃসন্তান দম্পতি্ এই শিশুটিকে দত্তক নেয়।                       
            এই Chinna Maharana র হাতের কাজ ছিল অসাধারণ তিনি ষাঁড়ের শিং দিয়ে পুতুল বানিয়ে বিক্রি করতেনতার হাতের জাদুতে ছেনির আওয়াজ শুরু হওয়া মাত্রই শিং গুলো যেন আপনা হতেই পুতুলের আকার নিয়ে নিতবিদেশের বড় বড় হটেলে রাখার জন্য তার পুতুল রপ্তানী করা হতোRama Krishnaকে দত্তক দেওয়ার সময় Chinna Maharana কিছু পুতুল আর হাতির দাঁতের তৈরি একটা চিরুনী দিয়েছিলেনতার ইচ্ছা ছিল Ramaর চুলটা যেন ওই চিরুনী দিয়েই আঁচড়ে দেওয়া হয়এটা করা হলে তার মনে হবে যেন সেই তার ছেলের চুল আঁচড়ে দিচ্ছেAppa Rao দেখলেন এটা তো কোন শক্ত ব্যাপার নয়তাছাড়া এই চিরুনী দিয়ে  আঁচড়ালে চুলে খুস্কি বা উকুন বাসা বাঁধতে পারেনাতাই তিনি Chinna কেএই অনুরোধ রাখার প্রতিশ্রুতি দেনRama এখন তার জীবনে এই চিরুনীর গুরুত্ব অনুভব করেএখনও কেউ জানেনা যে Appa Raoএর ডাইরী সে পড়েছেসে বুঝতে পারে এই চিরুনীটা তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেসে বোঝে চিরুনীটা ব্যবহার করলে তার মন থেকে গর্ব,দম্ভ,অহংকার নিমেষে উধাও হয়ে গিয়ে বিনম্রতা,ভদ্রতা সব জেগে ওঠেএই চিরুনীটা আজও এতই শক্ত যে এখনও সেটার একটা দাঁতও ভাঙেনি।  
           নিজের দেশে থাকার মনস্থির করেই Rama Krishna  Vizag এ মায়ের স্মৃতিতে Sundaram’নামে একটা software company খোলেRama Krishnaর ছোট মেয়ে তার দাদুকে খুব ভালবাসে আর দাদুও তাকে ভালবেসে Chinna বলে ডাকেAmarville শহরটা আজ Rama Krishnaর জন্য আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠেএকসময় এখানকার সব ছেলেরা চাকরীর জন্য বিদেশে পারি দিতকিন্তু এখন বাইরে থাকা সব ছেলেরা দেশে ফিরে আসেএই বছর Republic Day তে এখানকার Governor Rama Krishnaকে পুরস্কৃত করেনআমেরিকায় বসবাসকারী তেলেগু সম্প্রদায়ের মধ্যে জাতিওতাবোধ জাগিয়ে তোলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়কারণ দেশের প্রতি শ্রদ্ধা জানাতে Rama Krishnaর স্লোগান ছিল 'Matru Runam Teerchukoএই স্লোগান অন্ধ্রপ্রদেশে মানুষের  মধ্যে আলোড়ন সৃষ্টি করে 
                Vizag এ বীচ রোডের ওপর একটা দোকান খোলা হয়নাম দেওয়া হয় চিরুনীটি(The Comb’)এই নামটি সুন্দর করে একটা হোডিং এ লেখা আছে আর তার পাশে আঁকা আছে হাতির দাঁতের তৈরি চিরুনীর ছবিRanjit Maharana র এই দোকানে হাতে তৈরি নানান জিনিস পাওয়া যায়তার মধ্যে হাতির দাঁতের তৈরি চিরুনী,ষাঁড়ের শিং দিয়ে তৈরি নানান পুতুলদোকানটা অল্প দিনের মধ্যে Tourists দের  কাছে খুব জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে যায় এত সুন্দর হাতের কাজের জিনিস আর কোথাও পাওয়া যেতনাকিছুদিন পরেই বিদেশ থেকেও অর্ডার আসতে শুরু করে 
                 এখন  Rama Krishna ভালোবাসা আর সম্মান দিয়ে বাবাকে খুব যত্নে রেখেছে।।Rama Krishnaর ছোট মেয়ে তার দাদুকে খুব ভালবাসে আর দাদুও তাকে ভালবেসে Chinna বলে ডাকেAppa Rao এখন খুব ভালো আছে